সাতগাছি গ্ৰাম পঞ্চায়েতে এর মাঝের পাড়া গ্ৰামে ভুত সম্বন্ধে সচেতন করলেন বাউল শিল্পী স্বপন দত্ত

0

HnExpress রাহুল রায়, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান কানলা 2 সাতগাছি গ্রাম পঞ্চায়েত এর মাঝের পাড়া গ্রামে এক গৃহ বধূ র শরীর অসুস্থ ছিলো তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো কিন্তূ শরীর সুস্থ হওয়ার জন্য কিছু মানুষের উপদেশ শুনে ওই গ্রামের এক ওঝার কাছে অসুস্থ গ্রাম্য বধূ কে ওঝার কাছে নিয়ে গেলে ওঝা ভুতে ধরেছে বিধান দিয়ে গ্রামে জুতো মুখে করে ঘোড়ায়। সেই খবর ছড়িয়ে পড়ে পত্র পত্রিকায়। সেই খবর দেখে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পী পূর্ব বর্দ্ধমানের স্বপন দত্ত ছুটে আসেন ওই গ্রামে এবং গ্রামের মানুষ কে জড়ো করে তার নিজের লেখা ও সুরে বাউল গানে ও কথায় বুঝিয়ে মানুষকে সচেতন করলেন যে ভুত বলে কিছুই হয় না এসব মানুষের ভুল ধারণা।

অসুখ হলে ডাক্তার দেখাবেন কেউ ওঝার কাছে যাবেন না। ওঝা গুনীন, জান গুরুরা ভুতের ভয় দেখিয়ে মা বোন ঘরের বউ ও বৃদ্ধা ও নারী জাতির উপর নানা রকম অত্যাচার করে টাকা রোজগার করে ওই সকল দুষ্ট ওঝাদের পুলিশ এর হাতে তুলে দিন। সমাজের কুসংস্কার দূর করুন সমাজের এই কুপ্রথা আর চলতে দেবেন না গ্রামের শিক্ষিত মানুষ এগিয়ে আসুন অশিক্ষিত মানুষকে বুঝিয়ে সমাজ সচেতন করে নিরীহ মানুষকে বাঁচান। এই বলে গানে গানে ও কথায় বুঝিয়ে নিঃস্বার্থ বিনা পারিশ্রমীকে মানুষকে সচেতন করে চলেছেন স্বপন দত্ত বাউল।

Leave a Reply

%d bloggers like this: