ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতের পরে রাস্তায় জাতীয় পতাকা এঁকে পাকিস্তান মুর্দাবাদ জানাল সেনা

HnExpress পাভেল রাহমান : পুলওয়ামার নৃশংস ঘটনার পর সার্জিক্যাল স্ট্রাইকের পথে হাঁটল ভারত। আর সার্জিক্যাল স্ট্রাইকের পরেই ঘুম উড়েছে পাকিস্তানের। সেদেশের সেনা প্রধান এই ঘটনার কথা স্বীকার করেছেন। অন্যদিকে দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের সরকার ভয়ে চিনের সাহায্য চেয়েছেন।

এদিকে মধ্যপ্রদেশের ভোপালের রাস্তায় পাকিস্তানের পতাকা এঁকে ও তার পাশে পাকিস্তান মুর্দাবাদ লিখে প্রতিবাদে সামিল হন। এমনিতেই টয়লেট পেপার লিখে গুগলে সার্চ করলেই পাকিস্তানের পতাকা চলে আসছে। শুধু ভারত নয় খোদ পাকিস্তানের বিরুদ্ধে সেদেশের নাগরিকরাও ক্ষোভ প্রকাশ করেন।তবে শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিয়েছে ভারতীয় বায়ুসেনা বাহিনীর জওয়ানেরা। এবার হামলা চালানো হল আকাশপথে। মঙ্গলবার ভোর রাতে ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ বিমান থেকে একের পর এক জইশ জঙ্গীতে মিশাইল ছুঁড়ল ভারতীয় বিমান বাহিনী।গুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের ঘাটি।

এদিন ভোর ৩.৩০টা নাগাদ নিয়ন্ত্রণ রেখার ৮০ কিমি ভেতরে ঢুকে বালাকোট ও চকৌটিতে ৩টি জইশ-ই-মহম্মদের জঙ্গী ঘাঁটির কন্ট্রোল রুমে প্রায় ১ হাজার কেজি বোমা নিক্ষেপ করা হয়।

এছাড়া মুজফরাবাদ থেকে পদাতিক বাহিনীও নিয়ন্ত্রণ রেখা থেকে ঢুকে হামলা চালিয়েছে বলেও সূত্রের খবর। পুলওয়ামা কান্ডের ১২দিন পরেই এই প্রত্যাঘাতে নামল ভারতীয় বাহিনী।
আজকের অপারেশানে আনুমানিক ৩০০ জঙ্গীকে নিকেশ করেছে ভারতীয় বাহিনী এমনটাই দাবী স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: