ভারতীয় জনতা কিষাণ মোর্চার অভিযান
HnExpress ইন্দ্রশেখর গাঙ্গুলী, কলকাতা : ভারতীয় জনতা কিষাণ মোর্চা (পশ্চিবঙ্গ) সম্প্রতি বিশালাকার এক অভিযান চালালো বিধানসভা অভিমুখে। সেই অভিযানকে আরও সুদৃঢ় করতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি বাবান ঘোষ, উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার পশ্চিবঙ্গের রাজ্য আহ্বায়ক রাহুল সাউ প্রমুখ বিভিন্ন নেতৃবৃন্দ।
পাঁচ হাজারেরও বেশি যুব কিষাণ কার্যকর্তা এই বিধানসভা ভবন অভিযানে অংশ নেন। পশ্চিবঙ্গ সরকারের রাজ্যবাসীর প্রতি দীর্ঘদিনের বঞ্চনা, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, শিশুদের ও মহিলাদের নিরাপত্তাহীনতা জনিত তীব্র গড়িমসি এই অভিযানের কারণ বলে মনে করা হচ্ছে। এছাড়াও অভিযোগের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ভুয়ো প্রতিশ্রুতি, দুর্নীতি, কাজ ও কথার অমিল, জনসাধারণকে দিনের পর দিন কঠিন সমস্যায় ফেলে দিচ্ছে যা অমানবিক সিদ্ধান্ত বলে নেতৃবৃন্দ মনে করেন।
বহু জনসমাগমে এদিন এর প্রস্তাবিত অভিযান সরকার বিরোধী আন্দোলনের একটি দিক বলে অভিহিত করেন অনেকে। প্রবল ধিক্কারে আওয়াজ সহ এই অভিযান সামলাতে হিমসিম খেতে হয় পুলিশের। জনগণ সামান্য অসুবিধায় পড়লেও তাঁরাও এই ধিক্কার মিছিলকে সমর্থন জানিয়েছেন বলে বিজেপির যুব কিষাণ মোর্চার নেতৃত্বমন্ডলী দাবী করেন। সবমিলিয়ে এই অভিযান সার্থক বলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মনে করেন, যা কিনা চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূলের সংগঠনের ললাটে॥
গুরুত্বপূর্ণ খবর ।