ভাটপাড়ায় হকারদের দোকানঘর গড়ে দিচ্ছে পুরসভা
HnExpress দেবাশিস রায়, ভাটপাড়া : শহরের সৌন্দর্যায়ন ও ফুটপাত দখল মুক্ত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে ভাটপাড়া পুরসভা। এর ফলস্বরূপ ফুটপাতের হকারদের জন্য সাড়ে চারশোটি দোকানঘর তৈরি করে দেওয়া হচ্ছে।
জানা গেছে, ভাটপাড়া জুড়ে ফুটপাত দখল করে কয়েকশো হকার ব্যবসা করে রুটিরুজি করেন। যার দরুন রাস্তা চওড়া করতে ও শহরের সৌন্দর্যায়ন করতে বেগ পেতে হচ্ছিল। তাই, ভাটপাড়ার পুরপ্রধান তথা বিধায়ক অর্জুন সিং বিশেষ উদ্যোগী হন। তিনি বোর্ড মিটিং ডেকে সব কাউন্সিলরদের সহমতে এলাকার ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের জন্য দোকানঘর গড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। পুরসভা সূত্রে জানানো হয়েছে, আপাতত ৪৫০টি দোকানঘর গড়ে তোলা হবে।
পর্যায়ক্রমে তার সংখ্যা তার পরিমাণও বাড়বে। ইতিমধ্যে ওই দোকানঘর তৈরির কাজ চলছে জোরকদমে। আশা করা যায় পুজোর আগেই রাস্তা দখল করে থাকা হকাররা দোকানঘর পেয়ে যাবেন। স্বভাবতই খুশি হকাররা। পাশাপাশি খুশি এলাকার মানুষজনও। তাঁদের বক্তব্য, এতোদিন পথের হকারদের দৌরাত্ম্য পথ চলাই দায় ছিল। এবার অন্তত তাঁরা নিশ্চিন্তে হাঁটাচলা করতে পারবেন। একই সঙ্গে তাঁরা হকারদের স্থায়ী দোকানঘর গড়ে সমস্যার সমাধান ও শহরের সৌন্দর্যায়নের জন্য অভিনন্দনও জানিয়েছেন পুরপ্রধান তথা বিধায়ক অর্জুন সিংকে।