December 10, 2024

ব্রেকিং নিউজ : তিলজলায় হেলে পড়েছে বহুতল, বাড়ি খালি করে দিল পুলিশ-দমকল-পুরসভা

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : তিলজলায় হেলে পড়েছে একটি বহুতল। পাশেরই আরেকটি বহুতলের গায়ে হেলে পড়েছে সেটি। বুধবার রাতের এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার, দমকল ও বিরাট পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে গেছে। তাঁরা বাড়িটির অবস্থা খতিয়ে দেখেছেন। তাঁরা দু’টি বাড়িই খালি করে দিয়েছেন বলে সূত্রের খবর।

এই ঘটনায় বহুতল দুটির বাসিন্দা ও আশপাশ এর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। বহুতল দু’টির বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে।

পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে বাড়ি দুটির হালহকিকৎ সরেজমিনে খতিয়ে দেখছেন। পুরসভা সূত্রে খবর, হেলে যাওয়া বাড়িটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হচ্ছে। বহুতলটি ২০০৫ সালে তৈরি করা হয়েছিল বলে স্থানীয় সূত্রের খবর। আপাতত বাড়িদুটিতে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানা গিয়েছে।

Advertisements

Leave a Reply