ব্রেকিং নিউজ : কল্যাণীতে বাইচ প্রতিযোগিতা
HnExpress নিজস্ব প্রতিনিধি, কল্যাণী : দীর্ঘ ৪ বছর বন্ধ থাকার পর ২৩ সেপ্টেম্বর, রবিবার রথতলা শিবমন্দির ঘাটে কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আয়োজিত হল ২৯তম নৌকা বাইচ প্রতিযোগিতা।
অনুষ্ঠানের শুভ সূচনা করেন কৃষি উন্নয়ন মন্ত্রী তপন দাসগুপ্ত। হাজির ছিলেন বনগাঁ লোকসভার সাংসদ মমতা ঠাকুর।এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন মণ্ডল, অরূপ মুখার্জি, পঙ্কজ শীল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। বাইচ প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন প্রান্ত থেকে আগত নৌ-দল। ৩টি বিভাগে,৩ বারে প্রতিযোগিতা হয়। যথাক্রমে ক,খ,গ বিভাগে অংশ নেয় ৬টি করে নৌকার দল। দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ক বিভাগে যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করে নতুন গ্রাম, নীলগঞ্জ বেড়াবেরে এবং শহিদপল্লি।
খ বিভাগে নতুন গ্রাম প্রথম, শান্তিপুরের ভবেশ মাঝির দল দ্বিতীয় এবং হুগলি চকবাজার গণেশ মণ্ডলের দল তৃতীয় স্থান অর্জন করে। গ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পায় যথাক্রমে শহিদপল্লি, হুগলির চকবাজার এবং চন্দননগরের কানাই প্রামাণিকের দল। বাইচ প্রতিযোগিতা ছাড়াও ছিল গ্রাম বাংলার সারিগান। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বাউল সঙ্গীত।
ছবি : অরিজিৎ ব্যানার্জি।