September 9, 2024

ব্যারাকপুর পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়

0
Advertisements

HnExpress রূপা বিশ্বাস ঃ গতকাল ব্যারাকপুর পরিদর্শনে যান মমতা বন্ধ্যোপাধ্যায়। এবারের লোকসভা নির্বাচনের গণনার পরে পশ্চিমবঙ্গের ১৮ টি আসন দখল করেন বিজেপি সরকার। তার মধ্যে একটি আসন হল ব্যারাকপুরের। এখানের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের নেতৃত্বে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত কাঁচরাপাড়া পৌরসভা, হালিশহর পৌরসভা, নৈহাটি পৌরসভা এবং ভাটপাড়া পৌরসভার একাধিক কাউন্সিলর সম্প্রতি বিজেপির খাতায় নাম নতিভুক্ত করে।

সুত্রের খবরে, গত পরশু নৈহাটির পৌরসভার পৌরপিতা অশোক চ্যাটার্জীর ওপর হামলা করা হয় এবং সেখানের একাধিক বিভাগে তালা লাগিয়ে দেয়া হয়। গতকাল এরই প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় নৈহাটি পৌরসভার গেটের সামনে সত্যাগ্রহ আন্দলনের ডাক দেন। এবং সেই কর্মসুচি অনুসারে বিকেল ৪ঃ৩০ নাগাদ মমতা বন্ধ্যোপাধ্যায় সেখানে উপস্হিত হন। তিনি সেই সত্যাগ্রহ এর মঞ্চ থেকেই বিজেপিকে উচ্চকণ্ঠে হুসিয়ারি দেন।

সম্প্রতি অর্জুন সিং, মুকুল রায় এবং সদ্য বিজেপিতে যুক্ত হওয়া মুকুল পুত্র শুভ্রাংশু রায়দের অত্যাচারে তৃণমূল কংগ্রেসের যেসব নেতা কর্মীরা আজ বাড়ি ছাড়া তাদেরকে স্ব- মর্যাদায় বাড়িতে ফিরিয়ে আনার এবং যাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, বা যাদের সম্পত্তি লুট হয়েছে তাঁদেরকে সেইসব জিনিস ফিরিয়ে দেবার জন্য দলীয় নেতৃত্ব ও পুলিশ প্রশাসনকে দায়িত্ব দেন বাংলার সুপ্রিমো। তিনি এদিন পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বললেন, পুনরায় যদি আবার কোনো অশান্তি ঘটে তাহলে পুলিশের বিরুদ্ধেও আলাদা ব্যাবস্থা নেওয়া হবে।

Advertisements

Leave a Reply