December 11, 2024

ব্যাংক জালিয়াতি শান্তিপুরের শারীরিক প্রতিবন্ধীদের সাথে

4
Img 20190319 Wa0001.jpg
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, নদীয়া ঃ শান্তিপুর স্টেট ব্যাংকের সুত্রাগড় শাখা থেকে ১৩০০ প্রচারিত গ্রাহকগণের মধ্যে শারীরিক ভাবে প্রতিবন্ধী গ্রাহকও ছিলেন ১১ জন। বিধায়ক অরিন্দম ভট্টাচার্য প্রতারিত মানুষের পাশে দাঁড়িয়ে যে ধর্ণা মঞ্চ বিক্ষোভ অবস্থানের জন্য আয়োজন করেছেন গতকাল তার চতুর্থ দিনে যোগ দান করল নদীয়া জেলার অখিল ভারত প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা। বিধায়কের এহেন প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে রাজনৈতিক ভাবে তৈরি মঞ্চে তারাও শামিল হল।

সুত্র অনুযায়ী, প্রতিবন্ধকতার মাঝেও খুব কষ্টে অর্জিত টাকা তারা রাখে সুত্রাগড় শাখায়, তাদের আঙ্গুলের ছাপ নিয়ে বলা হয় যে নেটের সারবার ডাউন, লিংক নেই, তাই আজ টাকা পাবেন না। অথচ কম্পিউটার মনিটরে কি লেখা হলো সেটা না বুঝেই সেই প্রতিবন্ধী গাহক চলে গেলেন শুধুমাত্র বিশ্বাসের উপর ভরসা করে। অথচ তিনি জানেনই না, ফিঙ্গারপ্রিন্ট মানে হল টাকা তোলার অনুমতি পত্র। এভাবে নানা অসৎ উপায় টাকা জালিয়াতি করে সর্বস্বান্ত করেছেন প্রতিবন্ধীদের। তাই তারা এই বিক্ষোভ ধর্না মঞ্চের কর্মসূচিতে সামিল হন।

Advertisements

4 thoughts on “ব্যাংক জালিয়াতি শান্তিপুরের শারীরিক প্রতিবন্ধীদের সাথে

Leave a Reply