ব্যাঁটরা মহিলা সংঘের প্রথম পুজো
HnExpress দেবনাথ চক্রবর্তী, হাওড়া : থিম পুজো মানেই একটা বিশেষ প্রাপ্তি। সাবেকি ঘরানার পাশাপশি থিম পুজো মানুষকে আকর্ষণ করার কারণ সমসাময়িক বিষয়গুলো উঠে আসে শিল্পীদের নিপুণ হাতের মহিমায়।
হাওড়ার ব্যাঁটরা মহিলা সংঘ এই বছর প্রথম আয়োজন করল তাঁদের প্রথম পুজো। প্রথমেই তাঁরা বেছে নিলেন থিম। অসাধারণ প্রতিমার রূপায়ন যেন থিমেরই অঙ্গ।
মহিলা সংঘের এই পুজোর প্রধান অতিথির আসন অলংকৃত করেন স্থানীয় ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ব্রতীন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ২৩ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী (সমাপ্তি) চন্দনকান্তি চক্রবর্তী, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তরের মেয়র-ইন-কাউন্সিল ভাস্কর ভট্টাচার্য, সমাজসেবী মহীন্দ্র শর্মা, হাওড়া ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই মনোজ্ঞ অনুষ্ঠানে ব্যাঁটরা মহিলা সংঘের সভানেত্রী মালবিকা গাঙ্গুলী বলেন, এটিই তাঁদের প্রথম পুজো যথোচিত সাধ্যের মধ্যে মহাসমারোহে পালিত হচ্ছে। আগামীদিনে মানুষের উৎসাহে আরও সার্থক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন। অসাধারণ থিমটি তৈরি করেন চিরন্ত সাহা। প্রথম প্রচেষ্টার এই পুজোয় ইতিমধ্যে ব্যাঁটরা মহিলা সংঘ হিন্দুকাল নিউজ ও অ্যাকটিভ নিউজ-এর পক্ষ থেকে সেরা পুরস্কারও অর্জন করে। সবমিলিয়ে জমজমাট এই পুজোটি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছে এবং পাচ্ছে ভূয়সী প্রশংসা।
অশেষ শুভেচ্ছা…..।