এক ব্যতিক্রমী রাখিবন্ধন উৎসব
Advertisements
HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : হেলমেটহীন বাইক আরোহীদের রাখি পরিয়ে অন্যরকম রাখিবন্ধন পালন করল স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন হালিশহর-কাঁচরাপাড়া-কল্যাণীর সংযোগস্থলে আয়োজিত হয় এই উৎসব। এদিন স্থানীয় উদয়ন শিশুশিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা পথচলতি হেলমেটহীন বাইক আরোহীদের হাতে বেঁধে দেন রাখি। কপালে এঁকে দেন আবিরের টিকা। পাশাপাশি আরোহীদের মাথায় হেলমেট পরার আবেদন জানায় ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে হাজির ছিলেন বীজপুর পুলিশের ট্রাফিক কন্ট্রোলের ওসি হিতুলাল সরকার। স্কুলের তরফ থেকে অর্পিতা রায় জানান, দুপুর বারোটা পর্যন্ত প্রায় ২০০ মানুষকে এভাবে বরণ করে নেওয়া হয়। তিনি সহযোগিতা করার জন্য বীজপুর প্রেস ক্লাব ও পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানান।
Advertisements