বৃদ্ধ বাবাকে মারধর করে হাজতে ছেলে

HnExpress দেবাশিস রায় : বৃদ্ধ বাবাকে মারধর করে হাজতে যেতে হল গুণধর ছেলেকে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। ঘটনা সূত্রে প্রকাশ, বৃদ্ধ বাবা মানিকলাল বিশ্বাস পকেটে করে সন্দেশ খাওয়ান তাঁর স্ত্রীকে। মহিলা সুগারে আক্রান্ত। কেন মাকে মিষ্টি খাইয়েছেন বাবা! এই অপরাধে বাবাকে বেধড়ক মারধর করে সুযোগ্য সন্তান প্রদীপ বিশ্বাস। আর স্বামী প্রদীপকে ক্রমেই উত্তপ্ত করতে থাকেন তাঁর স্ত্রী।
এদৃশ্য পাশের কোনও একটি বাড়ি থেকে মোবাইল ক্যামেরায় বন্দি করে তা ফেসবুকে পোস্ট করেন একব্যক্তি। আর নিমেষে তা ভাইরাল হয়ে যায়। কলকাতা পুলিশের পেজেও অনেকে এই ছবি শেয়ার করে। আর তাতেই টনক নড়ে পুলিশ প্রশাসনের। চটজলদি খবর যায় অশোকনগর থানায়। গ্রেপ্তার করা হয় গুণধর ছেলে প্রদীপকে।
যাঁরা সোশ্যাল মিডিয়ার বিরোধিতা করেন তাঁদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আজকের ঘটনা! সোশ্যাল মিডিয়ার ক্ষমতা কতদূর। অভিনন্দন যিনি প্রথম ভিডিওটি জনসমক্ষে এনেছেন।