বৃক্ষরোপণ ও জল অপচয়ের বিরুদ্ধে পদযাত্রা নিউ বারাকপুরে
HnExpress অলোক আচার্য, নিউবারাকপুর : বর্তমান কালে একটি অত্যন্ত জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলসংকট। আর এর পিছনে দায়ী মানুষের অবিবেচকের মত ক্রমাগত জলের অপচয় করে চলা। আর আজ চেন্নাইতে হওয়া সেই জলসংকট আমাদের কাছে ভয়াবহ উদাহরণ হিসেবে দেখা দিচ্ছে। শুধু জলের অপচয় নয়, মানুষ বৃক্ষছেদন করেও পরিবেশকে ক্রমাগত ঠেলে দিচ্ছে মারণসম বিপদের মুখে।
তাই, “একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান” — এই শ্লোগানের পাশাপাশি জল অপচয়ের বিরুদ্ধে এক বিশাল পদযাত্রা করে এলাকার সাধারন মানুষদের সচেতন করল নিউ বারাকপুরের বহুমুখী সামাজিক সংগঠন জাগৃতি সংঘ। রবিবার সকালে সংঘ প্রাঙ্গণ থেকে উপনীত এক বণার্ঢ্য জনসচেতনতা পদযাত্রা এলাকায় রীতিমতো সাড়া ফেলে দেয়। সংঘের মহিলা সদস্যাদের আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো। হাতে প্লাকার্ড নিয়ে মহিলারা সামিল হয় এই পদযাত্রায়।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
জল অপচয় বন্ধ করুন, জলের মুখ অযথা খোলা রাখবেন না, গাছ লাগান প্রাণ বাঁচান, এরকমই বহু প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে সংঘের প্রবীণ নাগরিকদের পাশাপাশি প্রমীলারাও অংশগ্রহণ করে এদিনের পদযাত্রায়। আর এই মানবিক কাজে বিশেষ ভাবে সহযোগিতা করে সমাজবন্ধু ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যগণ। সংঘের সদস্যরা সংঘ প্রাঙ্গণে এদিন বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপন করেন।