September 9, 2024

বুনিয়াদপুরে সুপারস্টার দেব, ভীড় জমালো আবালবৃদ্ধবনিতা

0
Advertisements

HnExpress পল মৈত্র, দক্ষিন দিনাজপুর ঃ রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে সপুারস্টার দেব বালুরঘাট লোকসভা ৬ নং কেন্দ্রের প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে বুনিয়াদপুর বাসষ্টান্ডে একটি মঞ্চে নির্বাচনী জনসভা করেন টলিউড স্টার দেব। এদিন এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিন দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব মিত্র, মন্ত্রী শুভেন্দু সরকার, মন্ত্রী গৌতম দেব, প্রার্থী অর্পিতা ঘোষ, বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান অখিল বর্মন সহ আরো অন্যান্য নেতা-নেত্রীরা।

এদিন দুপুর ১২ টা নাগাদ হেলিকপ্টারে চড়ে বুনিয়াদপুরে উপস্থিত হন দেব। এরপর সভা মঞ্চে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন এবং প্রার্থী অর্পিতা ঘোষকে পুনরায় বিপুল ভোটে জয় যুক্ত করতে আহ্বান জানান তিনি। অন্যদিকে, বৈশাখের তপ্ত গরমে সূর্যের তীব্র দাব দাহকে উপেক্ষা করে বাংলার নায়ক তথাকথিত নতুন জেনারেশানের ছেলে-মেয়েদের হার্টথ্রব নায়ক সুপারস্টার দেবকে দেখতে ভীড় জমান এলাকার আবালবৃদ্ধবনিতা। এদিন উপস্থিত মানুষের ভীড় ছিল মাত্রাতিরিক্ত লক্ষ্যনীয়। পাশাপাশি দেব ফ্যান মেয়েদের উৎসাহ, উদ্দীপনা ও উত্তেজনা ছিল চোখে পরার মতন।

Advertisements

Leave a Reply