HnExpress নিজস্ব প্রতিনিধি, বীজপুর : আয়োজক, বীজপুর প্রেস ক্লাব ও অল ইন্ডিয়া হিউম্যান রাইটস, পশ্চিমবঙ্গ শাখা।

বীজপুর প্রেস ক্লাবকে শারদ সম্মাননা জানালো নবোদয় সংঘের সদস্যরা।

গতকাল বৃদ্ধাশ্রমের আবাসিকদের বিচারে বীজপুরের সেরা একাদশ বেছে নিয়ে পুরস্কার তুলে দেওয়া হল নিম্নোক্ত পুজো কমিটি গুলির উদ্যোক্তাদের হাতে।

সেরা একাদশ :


হালিশহর :-

  • বলাকা শিশু মহল
  • যুবগোষ্ঠী ও সরকার বাজার ব্যবসায়ী সমিতি
  • রামসীতা লেন অধিবাসীবৃন্দ
  • নবোদয় সংঘ
  • ত্রিপর্ণ

কাঁচরাপাড়া :-

  • কুমোরপাড়া-আগুড়িপাড়া অধিবাসীবৃন্দ
  • মিলননগর ইউথ অ্যাসোসিয়েশন
  • নবাঙ্কুর
  • বিশ্বনাথ স্মৃতি সংঘ
  • মহাজাতি
  • ১৬-র পল্লি

এছাড়াও বিশেষ সম্মাননা প্রদান করা হয় এলাকার বিবেকানন্দ স্পোর্টি ক্লাব-কে।

ছবি : জীতু রাজ।

1 thought on “বীজপুর শারদ শ্রী ২০১৮

  1. অসাধারণ প্রচেষ্টার সঙ্গে থাকতে পেরে গর্ব অনুভব করছি ।

Leave a Reply

%d bloggers like this: