January 23, 2025

বীজপুর পুলিশের ফুটবল প্রতিযোগিতায় জয়ী কাঁচরাপাড়া স্পোর্টিং ইউনিয়ন

0
Advertisements

HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : বীজপুর পুলিশ আয়োজিত আট দলীয় ফুটবল প্রতিযোগিতায় চাম্পিয়ন হল কাঁচরাপাড়া স্পোর্টিং ইউনিয়ন। ৮ সেপ্টেম্বর, শনিবার হালিশহর মল্লিকবাগ হাই স্কুলের ময়দানে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

ভেক্টর বোন ডিজিজ-এর নামাঙ্কিত এই প্রতিযোগিতার মূল পর্বে কাঁচরাপাড়া স্পোর্টিং ইউনিয়ন হারায় কাঁচরাপাড়ারই আরেকটি ক্লাব এক্স-অ্যালুমনি ক্লাবকে। খেলায় সর্বোচ্চ ৪টি গোল দিয়ে ম্যান অফ দি সিরিজ হন কাঁচরাপাড়া স্পোর্টিং ইউনিয়নের সাহেব। ম্যান অফ দি ম্যাচ হন এক্স-অ্যালুমনির সুব্রত। শান্তির দূত পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বীজপুরের আইসি কৃষ্ণেন্দু ঘোষ।

এছাড়াও চূড়ান্ত পর্বের খেলার সময় মাঠে হাজির ছিলেন বারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি-১ স্বপন দত্ত, হালিশহর পুরসভার কাউন্সিলর মৃত্যুন্জয় দাস, বীজপুর যুব তৃণমূল কংগ্রেসের কনভেনর ও কাঁচরাপাড়া পুরসভার কাউন্সিলর সুজিত দাস এবং বাগমোড় ব্যবসায়ী সমিতির সম্পাদক বাবলু বোস-সহ বহু বিশিষ্ট মানুষ।

প্রসঙ্গত, খেলা শুরুর আগে সবকটি দলকে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় বাগমোড় থেকে।

Advertisements

Leave a Reply