বীজপুর পুলিশের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্যুইজ ও ফুটবল প্রতিযোগিতা
HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : রাজ্যের পুলিশের কাছে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল জনসাধারণের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। সেকথা মাথায় রেখেই পথে নেমেছে বীজপুর পুলিশ। যে কারণেই এলাকায় বিভিন্ন সমাজসেবী সংস্থা, পুরসভার সাফাই কর্মী থাকা সত্ত্বেও সম্প্রতি বীজপুর পুলিশ এগিয়ে এসেছিল ডেঙ্গু বিষয়ে সচেতনতা বাড়াতে। সঙ্গী ছিল সিভিক ভলেন্টিয়াররাও।
তারই অঙ্গ হিসেবে আজ, ৭ই সেপ্টেম্বর, শুক্রবার আয়োজিত হয় ডেঙ্গু বিষয়ে স্কুলভিত্তিক ক্যুইজ প্রতিযোগিতা। আগামী কাল অনুষ্ঠিত হবে স্কুলভিত্তিক ফুটবল প্রতিযোগিতা। কাঁপা-চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসে অনুষ্ঠিত আজকের ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নেয় গ্রামীণ এলাকার ৮টি স্কুল। প্রতিযোগিতায় প্রথম হয় এডিপি স্কুলের বালিকা বিভাগ ও দ্বিতীয় হয় এডিপি স্কুলের কো-এড বিভাগের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে হাজির ছিলেন বারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি-১ স্বপন দত্ত, কাঁচরাপাড়ার পুরপ্রধান সুদামা রায়, কাঁপা-চাকলা পন্চায়েতের পক্ষে রবি নিয়োগী এবং সর্বোপরি বীজপুর থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ।
সূত্রের খবর, আগামী কাল হালিশহর মল্লিকবাগ স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে স্কুলভিত্তিক নকআউট ফুটবল প্রতিযোগিতা। এতে অংশ নেবে শহরাঞ্চলের স্কুলগুলি। তার আগে বাগমোড় থেকে সকাল ৯টা নাগাদ এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেবে বিভিন্ন স্কুলের ছাত্ররা। সারাদিন ধরে চলবে এই প্রতিযোগিতা। বিকেলে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের খেলা।