January 23, 2025

বীজপুরে ধৃত ২ দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

1
Advertisements

HnExpress দেবাশিস রায়, হালিশহর : বেশ কিছুদিন ধরেই কাঁচরাপাড়া-হালিশহর তথা বীজপুরের বিস্তীর্ণ এলাকায় দুষ্কৃতী কার্যকলাপ বেড়ে চলেছে। পাশাপাশি বাড়ছে রাজনৈতিক গোষ্ঠী কলহ। বেড়ে গেছে বহিরাগত দুষ্কৃতীদের আগমন। বার বার এই বহিরাগতদের হঠাৎ আগমন নিয়ে প্রকাশ্যেই অভিযোগ করেছেন স্বয়ং বিধায়ক শুভ্রাংশু রায়। তিনি এধরনের বহিরাগতর হাতে খুন হতে যেতে পারেন বলেও জানিয়েছেন বিভিন্ন সভায়। স্বভাবতই এনিয়ে বিস্তর চিন্তার ভাঁজ পড়েছে বীজপুর পুলিশ প্রশাসনেরওও। অহরহ তাই পুলিশি তৎপরতা দেখা যাচ্ছে বীজপুরে।

         

  এমনই এক পুলিশি তৎপরতায় জালে ধরা পড়েছে দুই দুষ্কৃতী। এরা হল হুগলির ব্যান্ডেলের রিপন ও সোদপুর ঘোলার বাসিন্দা নেপাল। বীজপুর পুলিশ এদের কাঁচরাপাড়ার ভূতবাগান এলাকা থেকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু বোমা ও আগ্নেয়াস্ত্র। সূত্রের খবর, এরা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার ঘনিষ্ঠ অনুগামী হিসেবে এলাকায় বেশ পরিচিত। পুলিশের অনুমান এরা এলাকায় কোনও বড়সড় ঘটনা ঘটানোর তোড়জোর করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বীজপুর পুলিশ এদের গত পরশু অর্থাৎ শুক্রবার গভীর রাতে আটক করেছে। যদিও গ্রেপ্তারের কথা স্বীকার করলেও পুলিশ বিস্তারিত কিছু জানাতে চায়নি।

Advertisements

1 thought on “বীজপুরে ধৃত ২ দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

Leave a Reply