বীজপুরে অজানা জ্বরের প্রকোপ বাড়ছে ক্রমশ, মৃত ১
HnExpress দেবাশিস রায়, হালিশহর : ফের অজানা জ্বরের প্রকোপে কাঁপছে বীজপুরের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার, ১৪ সেপ্টেম্বর এমনই এক অজানা জ্বরে মারা গেছেন রঘুনাথ দাস। বয়স ৪৩ বছর। বাড়ি কাঁচরাপাড়ার মুরগিপাড়ায়। জানা গেছে, কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। গত দিনসাতেক আগে জ্বরের ঘোরে পড়ে গিয়ে মাথাও ফেটে যায়। তাঁকে ভর্তি করা হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। সেখানে ধরা পড়ে তাঁর রক্তের প্লেটলেট অনেকটাই কমে গেছে। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ তাঁর মৃত্যু হয়। যদিও ওই ওয়ার্ডের কাউন্সিলর সন্জীব সাহা এই মৃত্যু ডেঙ্গুতে নয় বলেই জানিয়েছেন।
প্রসঙ্গত, গত বছরেও এমন অজানা জ্বরে কাঁচরাপাড়ায় মৃত্যু হয়েছিল তিন-চার জনের। কেউ কেউ তাঁদের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে বলে জানালেও পুরসভা সেকথা মানতে চাইনি। সেসময় পুরসভার বক্তব্য ছিল, জলবাহিত কোনও জ্বরের জন্যই এরা মারা গেছিলেন।
কিন্তু এবছর বীজপুর এলাকার দুই পুরসভা, হালিশহর ও কাঁচরাপাড়া পুরসভার অধীনস্থ বিভিন্ন ডাক্তারের চেম্বারে অজানা জ্বর নিয়ে আসছেন প্রচুর মানুষ। সকাল-সন্ধে ডাক্তারদের চেম্বারে একটু নজর করলেই দেখা মিলবে অজানা জ্বরে আক্রান্তদের।
এদিকে হালিশহর পুর এলাকার বালিভাড়া এলাকা, কাঁচরাপাড়ার মিলননগর ও জোড়া মন্দির এলাকা থেকেও অজানা জ্বরে আক্রমণের খবরও রয়েছে। ইতিমধ্যে বীজপুর পুলিশ প্রশাসন ও হালিশহর পুর এলাকার কয়েকটি ওয়ার্ডে তৃণমূল যুবকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে পথে নেমে পড়েছেন। সেখানে যাদের এবিষয়ে বেশি ভূমিকা নেওয়া উচিত, সেই দুই পুরসভার তেমন কোনও উদ্যোগই চোখে পড়ছে না।