November 5, 2024

“তান্ত্রীধাত্রী বিশ্ব নারী নাট্যোৎসব ২০১৯” এর প্রস্তুতি পর্ব শুরু হল

0
Advertisements

HnExpres ইন্দ্রাণী সেনগুপ্ত, কলকাতা :  ২রা অগাস্ট বিকেলে কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে “তান্ত্রীধাত্রী বিশ্ব নারী নাট্যোৎসব ২০১৯” এর প্রারম্ভিক অনুষ্ঠানের প্রস্তুতিপর্ব এর আনুষ্ঠানিক সূচনা ঘটে। মুলত নারী কেন্দ্রিক এই অনুষ্ঠানটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালে পন্ডীচেরীতে ও দ্বিতীয় বার হয়ে ২০১৬ সালে ব্যাঙ্গালোরে। এটি তাদের তৃতীয় বর্ষের অনুষ্ঠান, যেটা ২০১৯ সালে প্রথমবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে।

আগামী বৎসরের ১৬ই জানুয়ারি থেকে ২০শে জানুয়ারি পর্যন্ত এই পাঁচদিন ব্যাপি আন্তর্জাতিক শিল্পী সমাবেশের মধ্য দিয়ে “তান্ত্রীধাত্রী বিশ্ব নারী নাট্যোৎসব ২০১৯” অনুষ্ঠানটি স্বারম্বরের সাথে অনুষ্ঠিত হবে নিউটাউন এর রবীন্দ্রতীর্থ প্রেক্ষাগৃহে। এদিন প্রারম্ভিক অনুষ্ঠানের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শাঁওলী মিত্র, ঋতা দত্ত চক্রবর্তী, ঋতচেতা গোস্বামী, মণীশ মিত্র, লোপামুদ্রা মিত্র, সীমা ঘোষ বিভিন্ন শিল্প মাধ্যমের দিকপালগণ। মূলত তান্ত্রীধাত্রী বিশ্ব নারী নাট্যোৎসবটি হল ‘একতারা কালারি’ সংগঠনের উপস্থাপনায় পার্বতী বাউল নির্দেশিত অন্তর্দেশীয় সৃজনশীল এক নাট্যোৎসব মাত্র। প্রেস বিবৃতিতে পার্বতী বাউল তাঁর বক্তব্যে বললেন যে, তান্ত্রীধাত্রী কথাটির অর্থ হল, প্রাচীন পালি ভাষায় তান্তী মানে সুতো এবং ধাত্রী মানে যে নারী ধারণ করে। এক কথায় এই সৃজনশীল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল বিশ্বের বিভিন্ন সৃজনশীল ও পরম্পরাগত ধারা গুলির সমন্বয়ে এক প্রচেষ্টা, যেন এক সুতোয় গাঁথা বিভিন্ন সৃজনশীল ও পরম্পরাগত ঐতিহ্যের একটি মিলন মালা। এখানে একাধারে কর্মশালা, নাট্যকলা, বিভিন্ন প্রর্দশনী ও সারা বিশ্বের ঐতিহ্যগত সৃজনশীল শিল্প কলা ও পরবর্তী প্রজন্মকে সৃজনশীলতা সহকারে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে এক আদর্শগত মিলন মঞ্চ। এছাড়াও এদিন মঞ্চে উপবিষ্ট বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিবর্গ তাদের মূল্যবান বক্তব্য রাখেন। অবশেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়ে যে, কার্পেডিয়াম নামক অতি পরিচিত সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যবস্থাপক সংস্থার আন্তরিক সহযোগিতায় কলকাতায় এই প্রথমবার এধরনের সৃজনশীল নাট্যোৎসব সংঘটিত করা সম্ভবপর হয়েছে বলে তাঁরা মনে করেন।

Advertisements

Leave a Reply