September 9, 2024

বিশ্বকাপের ভারত-নিউজিল্যান্ড এর সেমিফাইনালের বাকি অংশ আজ

0
Advertisements

HnExpress জয় গুহ ঃ এবারে বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালের বাকি অংশের খেলা মাঠে গড়াবে আজ বুধবার। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু খেলা। এর আগে গতকাল মঙ্গলবার ভারতের বিপক্ষে মেঘাচ্ছন্ন আকাশে টস জিতে ব্যাটিং নিয়ে প্রশ্নবিদ্ধ হন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

দলীয় ১ রানে বিদায় নেন ওপেনার মার্টিন গাপটিল। আরেক ওপেনার হেনরি নিকোলস করেন ২৮ রান। উইলিয়ামসন ও রস টেইলর গড়েন ৬৫ রানের জুটি। ব্যক্তিগত ৬৭ রানে চাহালের শিকার হন কিউই দলপতি। পরে ৪৬ ওভার বলে বৃষ্টিতে ম্যাচটি বন্ধ হয়ে যায়।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

সে সময় নিউজিল্যান্ডের রান ছিল মাত্র ৫ উইকেটে ২১১। টেইলর ৬৭ এবং টম লাথাম ৩ রান করে অপরাজিত আছেন। রিজার্ড ডেতে নিউজিল্যান্ড আরও ২৩টি বল ব্যাট করার সুযোগ পাবে। সুত্র অনুযায়ী, যদি আজও এই ম্যাচটি বৃষ্টির কারণে শেষ না হয়, তাহলে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় ফাইনালে উঠবে ভারত।

Advertisements

Leave a Reply