বিশেষ ধারাবাহিক প্রতিবেদন :”বিপদ পদে পদে” ৮ম পর্ব
HnExpress সম্রাট গুপ্ত, কলকাতা : প্রায় এক দশক আগের সেই ভয়াবহ স্মৃতি ফিরে আসছে সার্ভে পার্কে। বাজারে আগুন লেগে ফের কারও জীবন যাবে না তো? বাগরি মার্কেটে অগ্নিকান্ডের পর আতঙ্কটা উস্কে দিয়েছে সার্ভে পার্ক কমিটিকে।
পূর্ব কলকাতায় পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের অধীন এই অংশে পঞ্চান্নগ্রাম খালের ধারে সার্ভ অফ ইন্ডিয়া কো অপারেটিভ সোসাইটির প্রায় তিন বিঘা জমি বাজার তৈরির জন্য রাখা হয়েছিল। এর মধ্যে বিঘা দেড়েক জমিতে অস্থায়ী বাজার তৈরি হয়। জমির একাংশে তৈরি হয় পুলিশ ফাঁড়ি। বাকি ফাঁকা জমির এক আবাসিকের সঙ্গে চলছে আইনি বিবাদ। এই বাজারে মধ্যরাতের আগুনে এক জন মারা যান।
এর পর শহরের বিভিন্ন বাজারে বড় আগুন ধরেছে। কিন্তু সার্ভে পার্ক বাজারে পর্যাপ্ত সতর্কতা নেওয়া হয়নি। বেশ ক‘বছর আগে সার্ভে পার্ক কমিটি বাজারটির মানোন্নয়নের জন্য একটি নামী নির্মাণ সংস্থার সঙ্গে একটি চুক্তি করে। কিন্তু দফায় দফায় নানা স্তরে বৈঠকের পরেও স্থানীয় ব্যবসায়ীদের বাধা ও আনুষঙ্গিক নানা কারণে তা রূপায়িত করা যায়নি।
এর মধ্যে বেআইনিভাবে ওই বাজারের কাঁচা, অস্থায়ী কিছু ঘর পাকা হয়েছে। যত্রতত্র নেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। নেওয়া হয়নি সতর্কতা। কিন্তু আগুন লাগলে ব্যবসায়ীরা কমিটির ঘাড়ে দোষ চাপিয়ে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করবে! কী করছে সার্ভে পার্ক কমিটি? এর সম্পাদক সাম্যসাধন রায়চৌধুরী বলেন, “আমরা অনেকটাই অসহায়। ওই ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা শোনে না। বাগরিকান্ডের পর লিখিতভাবে ওদের সতর্ক করছি। তবে, বাজারটির মানোন্নয়নের জন্য আবার অন্য এক নির্মাতা সংস্থার সঙ্গে কথা শুরু হয়েছে।“
(চলবে)