বিরল প্রজাতির ক্যামেলিয়ান উদ্ধার ঝাড়গ্রামে

HnExpress নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : বাড়ির কলাগাছ থেকে ক্যামেলিয়ান উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া গ্রামে। এদিন রগড়া গ্রামের বাসিন্দা সঞ্জয় দাসের বাড়ির কলাগাছের উপর এই গিরগিটি প্রজাতির প্রানিটির উদ্ধার ঘিরে এলাকায় রীতিমত চাঞ্চল্য ছড়ায়।এইদিন বাড়ির কাছে কলাগাছে এই বিরল প্রজাতির ক্যামেলিয়ান প্রথম দেখতে পায় সঞ্জয় বাবুর মেয়ে প্রীতি দাস।

তারপরই এটা রং পরিবর্তন করা দেখে চাঞ্চল্য সৃষ্টি হয়। বিরল এই প্রানিটিকে দেখতে ভীড় সৃষ্টি হয়।বনদপ্তরে খবর দিলে, তারা এসে সেটিকে উদ্ধার করে সংরক্ষণের জন্য পাঠায়।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: