বিভিন্ন দেশের নোট নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতে নিল কানাডা

0

HnExpress ওয়েবডেক্স নিউজ ঃ বিভিন্ন দেশের নোট নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল দ্য ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক নোট সোসাইটি বা আইবিএনএস। এই প্রতিযোগিতার উদ্দেশ্য ২০১৮ সালের সব থেকে সুন্দর ব্যাঙ্ক নোটকে সেরার স্বীকৃতি দেওয়া। আর সুইজারল্যান্ড, নরওয়ে, রাশিয়ার মতো বিভিন্ন দেশের নোটকে পিছনে ফেলে সেরার শিরোপা জিতে নিল কানাডার একটি নোট।

কানাডিয়ান ১০ ডলারের সেই নোটটি পেয়েছে ২০১৮ সালের সেরা নোটের শিরোপা। প্রতিযোগিতায় সেরা হওয়া এই নোটটি আকারে চওড়া নয়, লম্বা। এটিই কানাডার প্রথম আকারে লম্বা নোট। এই নোটে রয়েছে ডেসমন্ডের ছবি। পিছনে রয়েছে কানাডিয়ান মিউজিয়াম ফর হিউম্যান রাইসটের ছবি।

ডেসমন্ড হলেন কানাডার প্রথম মহিলা যিনি সে দেশের ব্যাঙ্কনোটেনিজের জায়গা করে নিয়েছেন। কানাডার মানবাধিকার আন্দোলনের প্রতীক এই মহিলার অবদানের প্রতি সম্মান জানাতেই ওই নোটে স্থান দেওয়া হয়েছে ডেসমন্ডকে। প্রতিযোগীতায় দ্বিতীয় হয়েছে সুইজারল্যান্ডের নোট।

Leave a Reply

%d bloggers like this: