September 9, 2024

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলা

0
Advertisements

HnExpress দেবাশিস রায়, মোহনপুর, নদীয়া : বেশ কিছুদিন ধরেই কয়েকটি দাবি-দাওয়া নিয়ে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছিল ছাত্রছাত্রীরা। গতকাল সন্ধ্যায় একদল দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে চড়াও হয় আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর। পাশাপাশি ওই দুষ্কৃতীরা প্রায় ৪ ঘণ্টা ধরে তাণ্ডব চালায় বিশ্ববিদ্যালয় চত্বরে। ছাত্রছাত্রীদের অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের দিকে।

সন্ধে থেকে রাত যতো বাড়তে থাকে উত্তেজনার পারদও ততো বাড়তে থাকে। দুষ্কৃতীরা ছাত্রদের সঙ্গে ছাত্রীদেরও নিগৃহীত করতে রেয়াত করেনি। এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা, যারা অধিকাংশই আবাসিক ছাত্রছাত্রী। যার দরুন রাত থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।
প্রসঙ্গত, শিক্ষক দিবসের দিন থেকেই কয়েকটি দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ চলছিল কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।

ছন্দপতন ঘটে গতকাল বুধবার, ১২ সেপ্টেম্বর সন্ধ্যায়। একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় আন্দোলনরত পড়ুয়াদের ওপর। অভিযোগ, পুলিশের সামনেই এই হামলা চলে। তবে পুলিশ এ অভিযোগ উড়িয়ে দিয়েছে।

এলাকা সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বিশ্ববিদ্যালয় চত্বরে চলছে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত। যারপরনাই পড়ুয়া ও অধ্যাপকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেল প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছে, রয়েছে ট্যাস্কফোর্সও। গোটা এলাকা থমথমে। তবে বিশেষ কোনও ব্যক্তির নামে অভিযোগ জমা পড়েনি পুলিশের কাছে। স্বভাবতই গ্রেপ্তারিরও কোনও খবর নেই।

Advertisements

Leave a Reply