বিজেপি শিবিরে নাকি নিয়মিত যোগাযোগ করে চলেছেন মদন মিত্র?

HnExpress জয় গুহ ঃ একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের দেশের শাসনভার নিজের হাতে নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এদিকে বাংলায় দিদির ৪২ শে ৪২ এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে পুরো ১৮টি আসন নিয়ে জিতেছে বিজেপি। তাই গেরুয়া শিবিরে আবীর খেলার পাশাপাশি দলে যোগদানের হিড়িক পড়েছে রেজাল্ট বেরনোর পর থেকেই। জানা গিয়েছে তৃণমূলের অনেক বিধায়কই যোগাযোগ করছেন বিজেপি শিবিরে।
বিশেষ সুত্রে জানা গিয়েছে, বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত আগামী কয়েকদিনের মধ্যেই বিজেপিতে নাম লেখাতে চলেছেন। আর এর পাশাপাশি আরো বড় হল খবর দিদির খুব কাছের ও প্রিয় মানুষ মদন মিত্র মানে এবারের একদা প্রার্থী, বিজেপির শীর্ষ নেতৃত্ব মুকুল রায়ের সাথেও বিজেপি শিবিরে নিয়মিত যোগাযোগ করছেন বলে জানা গিয়েছে। এখন এটাই দেখার বিষয় যে কোন্ কোন্ তৃণমূলী নেতারা তাদের এতদিনের প্রিয় শামুকের খোলশ ছেড়ে বেড়িয়ে বিজেপির দলে নাম লেখায়। তাই এখন সেটা জানার অপেক্ষায় বসে রয়েছে গোটা রাজ্যবাসী।