বিজেপি-র দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

HnExpress বিশেষ প্রতিবেদন, হালিসহর ঃ বিজেপি-র দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হালিশহর ৩ নম্বর ওয়ার্ড এলাকায়। বিজেপি-র হালিশহর শাখার সম্পাদক নির্মলচন্দ্র দে অভিযোগ করেন, এদিন সকালে তাঁরা যখন ‘গণতন্ত্র বাঁচাও’ অভিযানের প্রচারের জন্য ওখানে দেওয়াল লিখছিলেন তখন কয়েকজন তৃণমূল কর্মী বলে পরিচিত যুবক এসে শাসিয়ে যায়। বলে দেওয়াল লিখলে ফল ভালো হবে না।

নির্মলবাবুরা তখনকার মতো এলাকা ছেড়ে চলে যান। পুলিশে অভিযোগ জানিয়ে ফের দেওয়াল লিখতে যান। তখন ওই যুবকেরা এসে তাঁকে ও দলের কর্মী-সমর্থকদের প্রথমে হেনস্থা করেন। রং-তুলে সব ফেলে দেয় এবং বেধড়ক মারধর করে। আহত বিজেপি কর্মী-সমর্থকদের কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নির্মলবাবু তাঁর সাক্ষাৎকারে এমনটাই জানান HnExpress এর সংবাদ প্রতিনিধিকে।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: