বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ও গুলির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
HnExpress অর্নব দেবনাথ, পশ্চিম মেদিনীপুর ঃ বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ও গুলির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কে ঘরছাড়া বিজেপি নেতা মোহাম্মদ সেলিম। ঘটনাটি ঘটেছে কেশপুর থানার ১০ নম্বর অঞ্চলের শাঁকপুরা গ্রামের।
মোহাম্মদ সেলিমের অভিযোগ, বুধবার রাত্রি সাড়ে আটটা নাগাদ তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী তার বাড়ি লক্ষ্য করে হঠাৎই গুলি ও বোমা ছুড়তে থাকে। প্রায় রাত্রি দশটা অব্দি গুলি চালানোর পর অবশেষে ফিরে যায় দুষ্কৃতির দলটি। এরপর কেশপুর থানা থেকে পুলিশ বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার পর থেকেই আতঙ্কে এলাকা ছাড়া মোহাম্মদ সেলিম ও তার পরিবার।
If U like publish any type of Advertisements, Plz contact Us.
তার আরও অভিযোগ, পুরো ঘটনা জানানো সত্ত্বেও অভিযোগ অস্বীকার করে কেশপুর থানা। যদি এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোট নির্বাচন পরবর্তী সময়ে কেশপুর যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তা যে এখনও বজায় রয়েছে তারই প্রমাণ মিলল এই ঘটনায়।