বিজেপি করার অপরাধে তৃণমূল কর্মীদের হাতে বেধড়ক পিটুনি, গুরুতর আহত মহিলাকর্মী
HnExpress ভাস্কর বাগচি, ক্যানিং ঃ সংখ্যা লঘু সম্প্রদায় হয়ে বিজেপি করার অপরাধে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত সাতমুখী উত্তর পাঙ্গাশখালী গ্রামে। আহত মহিলার নাম সুফিয়া লস্কর (৩৫), স্বামা ইদ্রিস লস্কর। ঘটনা সূত্রে জানা গেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়ে বিজেপি সংগঠন করা এবং সেটা মানতে পারেনি সংখ্যালঘু সম্প্রদায় এরই কয়েকজন তৃণমূল কর্মী। যার জেরে ওই মহিলার বাড়ি চড়াও হয় তৃণমূলের জনা ৪০ এর একটি দল।
এরপর লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতারি মারতে থাকে মহিলাকে এবং ইচ্ছাকৃত মারাত্মক ভাবে তার গোপনাঙ্গেও আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থাতেই তাকে ঘটনা স্থলে ফেলে পালিয়ে যায় তৃনমূলের দুষ্কৃতিরা। এরপর বিজেপি কর্মীদেরই সহযোগীতায় আহত মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে আইসিসিইউ তে চিকিৎসাধিন ওই মহিলা। তবে এখনো অব্দি পাওয়া খবরে, চিকিৎসা চলার কিছুক্ষণ পরেই ওই মহিলার অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে।