কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের উদ্যোগে উদ্বাস্তুদের সমস্যা ও দাবী পত্র নিয়ে কেন্দ্রীয় সমাবেশ

0

HnExpress ইন্দ্রাণী সেনগুপ্ত, মধ্যমগ্রাম : গত ১২ই আগষ্ট U.C.R.C অর্থাৎ কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ কমিটির প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। আর তার পাশাপাশি, গত ২২শে আগষ্ট মধ্যমগ্রাম সংলগ্ন দোলতলার সাহেব বাগান কলোনিতে উদ্বাস্তুদের বিভিন্ন সমস্যা ও তাদের দাবী পত্র নিয়ে একটি কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হয়। এদিন সমাবেশে বিশিষ্ট বক্তা তথা প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন, U.C.R.C এর রাজ্য সম্পাদক কমঃ মধু দত্ত, মধ্যমগ্রাম পৌরসভার বিরোধী দলনেতা তথা ৯নং ওয়ার্ডের জনপ্রতিনিধি কমঃ সনৎ বিশ্বাস, U.C.R.C এর রাজ্য কমিটির সদস্য কমঃ অলিন সিং, জোনাল সম্পাদক কমঃ অমল দাস, জোনাল সদস্য কমঃ প্রদ্যুৎ সেন প্রমুখ। এই প্রতিবাদী সমাবেশে তাদের মূল বক্তব্য বা অভিযোগের বিষয় বলতে গিয়ে তাঁরা সংবাদমাধ্যমকে জানালেন, যে বিগত ২০০৯ সালে পৌর নির্বাচনের সময় আজকের সরকার আমাদের সাহেব বাগান কলোনি বাসীদের ঘরে ঘরে গিয়ে তাদের জমির মালিকানার প্রমাণস্বরূপ দলিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, কিন্তু আজ ২০১৮ সালে দাঁড়িয়ে এখনো সেই প্রতিশ্রুতি পালনের কোন ভুমিকাই পালন করা হয়েনি। প্রশ্ন, তবে কেন সেদিন আমাদের এই মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? আর তাই আজ আমরা একত্রিত হয়েছি আমাদের সেই সমস্ত দাবী ও সুবিধা-অসুবিধা বা বর্তমান সমস্যার কথা শান্তি-শৃঙ্খলা বজায় রেখে এই সমাবেশের মাধ্যমে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে। তাঁরা আরও বললেন যে, এই মর্মে আমাদের U.C.R.C এর পক্ষ থেকে আগামী ৩০শে আগষ্ট বারাসাতের ডি.এম অফিসে এই দাবীপত্র নিয়ে গিয়ে ডেপুটেশন জমা দেওয়া হবে। বর্তমানে আমাদের দাবী গুলি হল,

পশ্চিম বাংলায় ১৭০০ উদ্বাস্তু কলোনীকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অনুমোদন দিতে হবে।

১৫,০০০ কোটি টাকা উদ্বাস্তুদের পুনর্বাসন এর জন্য কেন্দ্রীয় সরকারকে বরাদ্দ করতে হবে এবং রাজ্য সরকারকে এই দাবী কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাতে হবে।

রাজ্য ও কেন্দ্রীয় সরকার যে উদ্বাস্তুপুনর্বাসন দপ্তর তুলে দিয়েছে তা পুনরায় চালু করতে হবে।

সাহেব বাগান কলোনীর জমি অধিগ্রহণ করে কলোনীবাসীদের দলিল দিতে হবে।

বর্তমান রাজনৈতিক প্রভাবের ফলে আসামে এন.আর.সি বিষয়, মূল্যবৃদ্ধি ও মধ্যমগ্রাম পৌরকর বৃদ্ধি সহ সার্বিক দূর্নীতি বন্ধ করতে হবে।
আমরা ৩৪ বছর মানুষের পাশে মানুষের অধিকারের দাবীতে ছিলাম, আজও মানুষের পাশে আছি এবং আগামীতেও থাকব।

Leave a Reply

%d bloggers like this: