বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ সুকান্ত মজুমদার জয়ী হলেন, জেলা জুড়ে বইছে গেরুয়া ঝড়

HnExpress পল মৈত্র, দক্ষিন দিনাজপুর ঃ বালুরঘাট ৬ নং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ সুকান্ত মজুমদার ২০৯৭৯ ভোটে জয়ী। জেলা সহ সারা উত্তরবঙ্গ জুড়ে গেরুয়া ঝড় উঠেছে। অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলো জেলা বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে, বালুরঘাট ৬ নং লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডঃ সুকান্ত মজুমদার জেতার পরই তৃনমূলের বিরুদ্ধে এক বিজেপি কর্মীকে মারধোর করে মাথা ফাঁটিয়ে দেওয়ার অভিযোগ উঠল।

পাশাপাশি গেরুয়া আবিরে ভাসার সাথে সাথে আর বাজি পটকা পোড়ানোয় মেতে উঠেছে বিজেপি কর্মী, সমর্থক ও জেলা নেতৃত্ব। সর্বশেষে বিজেপি প্রার্থী ডঃ সুকান্ত মজুমদার বিজয়ী হয়ে কার্যত নিজের অস্তিত্ব যেভাবে বজায়ে রাখলো তা বলাই বাহুল্য।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: