বারাসাত GRP -র এক অভিনভ উদ্যোগ, রক্তদান শিবির

HnExpress পার্থ পাল, বারাসাত : যেখানে কোনো রাজনীতি নেই, মানুষে মানুষে কোনো জাতিভেদ নাই, সেখানে এক মুমুর্ষ রোগীর রক্ত এর অভাব আরেকজন মানুষ তার রক্ত দিয়েই মেটাতে পারে। তাই দেশের ৭২ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে গত ১৭ই আগষ্ট রক্তদানের মতো এমনই এক মহান কাজের আয়োজন করে ছিলেন বারাসাত GRP বারাসাত ১নং প্লাটফর্মে।

এদিন মোট ৬০জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহের সহযোগিতায় ছিলেন বারাসাত জেলা হসপিটালের বিশেষ দায়িত্ব প্রাপ্ত টিম। এটা বারাসাত GRP -র দ্বিতীয়বর্ষের অনুষ্ঠান। এই সেবামুলক রক্তদান উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমলেন্দু হালদার, সোমনাথ দত্ত, প্রশান্ত চৌধুরী ও বিদ্যুৎ সাপুই।অনুষ্ঠানের শুরুতে অমলেন্দু বাবু ফিতে কেটে রক্তদান উৎসবের শুভ সূচনা করেন।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: