November 12, 2024

বারাকপুর পুলিশ কমিশনারেটের সেরা প্রতিমার সম্মান ছিনিয়ে নিল বীজপুরের বলাকা শিশুমহল

0
Advertisements

HnExpress দেবাশিস রায়, হালিশহর : প্রতি বছরের মতো এবারও বারাকপুর পুলিশ কমিশনারেট সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা পরিবেশ-সহ কয়েকটি দুর্গা পুজোর উদ্যোক্তাদের বেছে নিল। এবার মোট ৯টি পুজোকে এই সেরার সম্মান জানানো হল। এরমধ্যে সেরা প্রতিমার সম্মান পেয়েছে বীজপুর থানার হালিশহর বলাকা শিশুমহল।

সেরার সেরা হিসেবে যুগ্মভাবে প্রথম মনোনীত হয়েছে বরানগর থানার নেতাজি কলোনি লোল্যান্ড ও টিটাগড় থানার রয়েল পার্ক, দ্বিতীয় হয়েছে খড়দহ থানার বিজয়গড় সার্বজনীন ও তৃতীয় হয়েছে দমদম থানার নাগের বাজার সার্বজনীন।
এছাড়াও সেরা মণ্ডপের স্বীকৃতি পেয়েছে বরানগর থানার বন্ধু দল, সেরা পরিবেশ বেলঘরিয়া থানার মানসবাগ স্পোর্টিং ক্লাব, সেরা নিয়মানুবর্তিতা জগদ্দল থানার ছাত্র সংগঠন ও সেরা থিম খড়দহ থানার শহিদ পল্লি সার্বজনীন।
সপ্তমীর দিন সন্ধ্যায় বারাকপুর পুলিশ কমিশনারেটের এসপি ডঃ রাজেশকুমার সিং স্বয়ং বিভিন্ন মণ্ডপে এসে প্রতিটি পুজো উদ্যোক্তাদের সম্মানিত করেন।

সেরা প্রতিমার সম্মান পেয়ে স্বভাবতই হালিশহর তথা বীজপুরে খুশির হাওয়া বয়ে যায় পুজোর কদিন। সেই রেশ চলে পুজোর দ্বাদশীর দিনও। এদিন অর্থাৎ ২১ অক্টোবর, রবিবার সন্ধ্যায় বলাকা শিশুমহল প্রাঙ্গণে মহাসমারোহে পালিত হল বিজয়া সম্মিলনী। হাজির ছিলেন হালিশহর পুরসভার প্রধান অংশুমান রায়-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংস্থার প্রধান কর্মকর্তা শুভঙ্কর ঘোষ ওরফে সোনাই জানান, এদিনের বিজয়া সম্মিলনীতে প্রায় ৪ হাজার মানুষকে আলু বিরিয়ানি খাওয়ানো হয়। তিনি সকলকে এইচ এন এক্সপ্রেস-এর মাধ্যমে বীজপুরবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানাতে ভোলেননি।

Advertisements

Leave a Reply