বাগনানে যাত্রীবাহী বাস দূর্ঘটনা নিহত ১, আহত-২৯
Advertisements
HnExpress আক্তারুল খাঁন, হাওড়া : শনিবার ভোরে বাগনান থানার এলাকায় ৬ নং জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে যাত্রীবোঝাই বাস। পুলিশ সূত্রে খবর উত্তর প্রদেশ থেকে একটি যাত্রী বোঝাই বাস গঙ্গা সাগর মেলায় যাচ্ছিলো ৬ নং জাতীয় সড়ক ধরে।
ভোর ৫ টা নাগাদ বাগনান চন্দ্রপুর এলাকায় একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা ছুটে উদ্ধার করে আহতদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ত্রিভূবন লাল(৬০)নামে এক ব্যক্তি মৃত্যু হয়। আহত কমপক্ষে ২৯জন এখন চিকিৎসাধীন।
Advertisements