বাগনানে অস্বাভাবিক মৃত্যু এক গৃহবধূর
HnExpress নিজস্ব প্রতিনিধি, হাওড়া ঃ হাওড়া জেলার বাগনান থানার খাদিনান গ্ৰামে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। সূত্রের খবর গত ১২ জানুয়ারি গৃহবধূর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ ওঠে শাশুড়ির বিরুদ্ধে। তাদের এক মাসের একটি পুত্র সন্তানও রয়েছে। ঘটনার সময় গ্রামবাসীরা উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে সেখান থেকে স্থানান্তরিত করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা কলকাতা মেডিক্যাল হাসপাতালে রেফার করে। দিন পনেরো মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রবিবার সকালে গৃহবধূটির মৃত্যু হয়। স্থানীয় সূত্রের খবর, বছর দুয়েক আগে বাগনান থানার রামচন্দ্রপুর গ্রামের রাবিয়া খাতুনের সঙ্গে খাদিনান গ্রামের পেশায় জরি শিল্পী সেখ হাফিজুলের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই অত্যাচার চলতে থাকে ওই গৃহবধূর উপর।
মৃতার বাবা রবিয়াল আলি জানান, দু’বছর আগে দেখাশোনা করে পরিবারের দাবি মতো সব কিছু মেনে নিয়েই মেয়ের বিয়ে দেওয়া হয়। কিন্তু কিছুদিন পর থেকেই অত্যাচার শুরু করে শশুরবাড়ির লোকজন। মৃতার বাবা আরো বলেন যে, তবে এইভাবে আমার মেয়েকে যে মেরে ফেলবে কোনোদিন ভাবতে পারিনি। মৃতার আত্মীয়রা পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলছে, বাগনান থানায় অভিযোগ জানালেও তারা নাকি পনেরো দিন হয়ে গেল এখনও পর্যন্ত দোষীদের কাউকেই গ্রেফতার করতে পারলো না। কিন্তু কেন? প্রশ্ন জনগণের।