বাইশগাছিতে তৃণমূলের শান্তি মিছিলে ২কি.মি. পায়ে হেটে মঞ্চে অভিষেক

0

HnExpress মো: মনিরুজ্জামান, আম ডাঙ্গা : আমডাঙ্গা কান্ডে বিধায়ক রফিকার, সাংসদ দিনেশ ত্রিবেদী সহ স্থানীয় নেতৃত্বের উপর দল যে সন্তুষ্ট নয় তা আজ মঞ্চে অভিষেকের কথায় প্রকাশ পেল। আজ আমডাঙ্গার বাইশগাছিতে তৃনমুলের শান্তি মিছিলে প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে মঞ্চে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিহত দুই কর্মীদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি বোমায় হাত উড়ে যাওয়া কর্মীদের কৃত্তিম হাত লাগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

বাঙ্গালোরে খুঁটি পুজো, মহেশতলায় মহালয়া, আমডাঙ্গায় সপ্তমী শুরু করে দিল্লীতে বিজেপি কে বিসর্জনের ঢাক দেয়। এই সভায় ফির্হাদ হাকিম আসার কথা থাকলেও আসেনি কোন কারণবশত তিনি আসতে পারেননি।

আজ অভিষেকের সভা কে ঘিরে নিরাপত্তার বাড়াবাড়ি তে চুড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়। সমস্ত যান ও মানুষ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পুলিশের দুর্ব্যবহারের শিকার হয় কর্মী সমর্থক থেকে সংবাদ মাধ্যম এর প্রতিনিধিরা। ৩ তারিখ সিপিএম এর মিছিল আটকালেও আজ পুলিশ তৃনমুলের মিছিল সফল করতে সক্রিয় ভূমিকা নেয়।

Leave a Reply

%d bloggers like this: