আমডাঙ্গা বিড়া রোডে বাইক দুর্ঘটনায় মৃত ২
HnExpress আমডাঙ্গা, বিড়া রোড : গত কাল রাত ০৯:৪৫ নাগাদ দুটি বাইকের মুখোমুখি ধাক্কা লাগে, ঘটনাটি ঘটেছে আম ডাঙ্গা বিড়া রোড এর পদ্মপুকুর এলাকায়, স্থানীয় সূত্রে খবর, সঙ্গে সঙ্গে আমডাঙ্গা থানায় খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থল থেকে ২টি দেহকে উদ্ধার করে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।
সেখানে চিকিৎসক পরিক্ষা করে ২জনকেই মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্র থেকে
জানা গিয়েছে, একজনের বাড়ি আমডাঙ্গা এলাকার রঙমহল গ্রামে, নাম মনোয়ার হোসেন(২২), অন্য একজনের নাম ছাদ্মাম হোসেন, পিতার নাম জাকির হোসেন। বাড়ি হাবড়া থানার অন্তর্গত রাওতারা গ্রাম পঞ্চায়েত এর নারায়ণ পুরে।
সারা রাত এয়ারকন্ডিশন এম্বুলেন্সে রাখা ছিল মৃতের বডি। আজ সকাল ১০টা নাগাদ পুলিশি তদন্তের পর ময়নাতদন্ত এর জন্য বারাসাত জেলা হাসপাতালে পাঠানো হবে।