September 12, 2024

বাংলার সরকার যেন কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা গুলিকে রাজ্যের মানুষের কাছে পৌঁছাতে দেয়, দেবশ্রী চৌধুরী

0
Advertisements

HnExpress জয় গুহ ঃ কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী মমতার উদ্দেশে বললেন, তাঁর সরকার যেন কেন্দ্রীয় পরিকল্পনাগুলিকে রাজ্যের মানুষের কাছে পৌঁছতে দেয়। বিজেপির একটা ধাক্কায় এবার লোকসভায় আসনসংখ্যা কমেছে তৃণমূ‌লের। দেবশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন, কেন্দ্রীয় প্রকল্পে যেন কোনো প্রকার বাধা না দিতে। তিনি আরও বললেন যে, এমনটা করলে তৃণমূলকে জনতার মুখোমুখি হতে হবে।

তিনি কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন শপথ গ্রহণের পর। এদিন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বললেন, তিনি তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হবেন যদি তাঁর সরকার কেন্দ্রীয় পরিকল্পনাগুলিকে রাজ্যের মানুষের কাছে পৌঁছতে না দেয়।

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ থেকে নির্বাচিত সাংসদ দেবশ্রী বললেন, ‘‘আমি রাজ্য সরকারের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে কাজ করতে চাই। এবং আশা করব দেশের বাকি অংশের সঙ্গে এরাজ্যে সরকারি প্রকল্পগুলি বাস্তবায়ন করতে গেলে বাংলার সরকার কোনও প্রকার বাধা দেবে না। আর যদি রাজ্য সরকার আমাদের কাজের গতিকে বিনা কারণে আটকাতে চায়, তাহলে রাজ্যের মানুষই সেই বাধাকে সরিয়ে দিয়ে প্রতিহত করবে।”

মোদীর নতুন মন্ত্রিসভায় বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন বৃহস্পতিবার। সংবাদ মাধ্যমকে এদিন তিনি বলেন, ‘‘নারীর ক্ষমতায়ন হলো এই নতুন সরকারের ফ্ল্যাগশিপ প্রোজেক্ট। আগের এনডিএ সরকারও মেয়েদের উন্নয়নের দিকে লক্ষ্য রেখেছিল। আর আগামি পাঁচ বছরে আমাদের উদ্দেশ্য হলো নারী উন্নয়নের ব্যাপারে আমাদের লক্ষ্য পূর্ণ করা।” দেবশ্রী চৌধুরী বিনা বাক্য ব্যয়ে মেনে নিয়েছেন যে সামনের রাস্তায় প্রচুর ঝড়-ঝাপটা আর চ্যালেঞ্জ রয়েছে। তিনি বললেন, ‘‘কিন্তু আমি তা মেনে নিয়েছি। আমি চেষ্টা করছি যত বেশি সম্ভব উন্নয়ন মূলক কাজ করতে।”

মোদীর মন্ত্রিসভায় রাজ্যের দুই সাংসদ স্থান পেয়েছেন। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় এবং রায়গঞ্জের দেবশ্রী চৌধুরী। ভারী শিল্প ও জন উদ্যোগ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন হটাৎ গায়ক থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বাবুল সুপ্রিয়। অন্যদিকে দেবশ্রী চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। অপরদিকে মুনমুন সেনকে হারিয়ে দেন বাবুল। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসন পায়। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০২১ পর্যন্ত টিকবে না।

Advertisements

Leave a Reply