November 11, 2024

বাঁশ বাগানের ভেতর থেকে উদ্ধার এক কলেজ ছাত্রের মৃতদেহ

0
Advertisements

HnExpress সুদীপ ঘোষ, নদীয়া ঃ বাঁশ বাগানের ভেতর থেকে এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। মৃত কলেজ ছাত্রের নাম হুমায়ুন কবীর(২০)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্ভুক্ত বান্দাখোলা গ্রামের একটি বাঁশ বাগানের ভেতর।সূত্রের খবর, নদিয়ার নাকাশিপাড়া থানার বান্দাখোলা গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির পলাশী কলেজের বি.এ এর প্রথম বর্ষের ছাত্র ছিল। পরিবারের অভিযোগ, বুধবার সন্ধ্যায় রমজান শেখ নামে স্থানীয় এক যুবকের সাথে ক্যারাম খেলছিল হুমায়ুন। পরিবারের দেওয়া তথ্যানুযায়ী, সেই ক্যারাম খেলাতে যাওয়ার পর থেকেই আর সারারাত বাড়ী ফেরেনি হুমায়ন।এর পরই বৃহস্পতিবার সকালে হুমায়ুনের বাড়ীর কাছেই একটি বাঁশবাগান এর ভিতরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন।

স্থানীয় মানুষ ও মৃতের পরিবারের অভিযোগ, গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে হুমায়ুনকে।বৃহস্পতিবার সকালে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা গ্রামে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করতে গেলে, তাদের পুলিশ কুকুর এনে তদন্তের দাবী জানিয়ে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। সুত্রের খবর, পরে ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে গিয়ে তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ মৃত হুমায়ুন এর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।ইতিমধ্যেই অভিযুক্ত যুবক রমজান শেখকেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।সরজমিনে ঘটনার তদন্ত শুরু করেছে নদিয়ার নাকাশিপাড়া থানার পুলিশ।

Advertisements

Leave a Reply