সংহতি দিবস পালিত হল বর্ধমান ২ নং ব্লকে

HnExpress রাহুল রায়, পূর্ব বর্ধমান : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে সংহতি দিবস পালন করা হলো। বর্ধমান ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বর্ধমান এর উল্লাস থেকে ঘোড়দৌড় চটি পর্যন্ত উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ কুমার মালিক, জেলা পরিষদ সদস্য বাগবুল ইসলাম, ব্লক ২ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৌভিক পান, বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা মহম্মদ মহসীন, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ অম্বিকা দাস ও বাবলু পাল উপপ্রধান রমেশ সরকার, পঞ্চায়েত সদস্য নাসিরুল ইসলাম, অঞ্চলের যুব সভাপতি ও ব্লক যুব কমিটির সম্পাদক মন্ডলীগণ ও ব্লকের আপামর জনগণ।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: