সাপ্তাহিক সম্পাদকীয় : বন্যা দুর্গতদের সাহায্যার্থে বৃদ্ধার দান

HnExpress সম্পাদকের কলমে : দিনের পর দিন মানুষ BDO অফিসে অর্থাৎ সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে আসেন নিজের কাজে প্রতিনিয়ত। বর্তমান সরকারি চাপে অন্যান্য দপ্তরের মতো এখানেও কাজের গতিও এসেছে অনেকটাই। মানুষ অফিসে এসে নিজেদের কাজ মিটিয়ে চলে যান।
কিন্তু সম্প্রতি একদিন দেখা গেল প্রায় ৮৫ ছুঁই ছুঁই এক ভদ্রমহিলা দাঁতন-২ বিডিও অফিসে এসে বসে আছেন ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু কেন তিনি এসেছেন তা নিয়ে কারও মাথাব্যথা নেই। এমনই একটি ঘটনা ঘটেছে সমষ্টি উন্নয়ন আধিকারিক, দাঁতন -২ অফিসে। খোঁজ নিয়ে জানা যায়, তাঁর নাম গৌরী পন্ডা, গ্রাম-খন্ডরুই, পোস্ট-তুরকাগড়, থানা-দাঁতন, ব্লক- দাঁতন-২, জেলা-পশ্চিম মেদিনীপুর। দেখে বোঝা গেল উনি কিছু টাকা হাতে করে নিয়ে বসে আছেন। তিনি এসেছেন কেরালার বন্যা বিধ্বস্ত মানুষদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকাটি দান করবেন বলে। তাঁর এই কাজকে কুর্নিশ জানিয়ে বিষয়টি ফেসবুকে পোস্ট করেছেন জনৈক ব্যক্তি। সেই ব্যক্তিকে ও ওই বৃদ্ধার মহানুভবতাকে সম্মাননা জানাতেই এই সংবাদ পরিবেশিত হল। গৌরীদেবীর মতো আমরাও কি সবাই পারি না যেকোনও প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে!

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: