বন্যা ত্রান শিবিরের দ্বারোদঘাটন

HnExpress অর্নব দেবনাথ, পূর্ব মেদিনীপুর ঃ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় ব্যবস্থাপণ দপ্তরের আর্থিক আনুকুল্যে আজ নন্দকুমার ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও তত্ত্বাবধানে নির্মিত বাবলপুর বন্যাত্রাণ শিবির এর শুভ দ্বারোদ্ঘাটন করলেন উদ্বোধক পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তমলুক লোকসভার সাংসদ দিব্যেন্দু অধিকারী।

এছাড়াও উপস্থিত ছিলেন পার্থ ঘোষ (জেলা শাসক, পূর্ব মেদিনীপুর), সুকুমার দে বিধায়ক (নন্দকুমার বিধানসভা), দীননাথ দাস ) (সভাপতি), নন্দকুমার (পঃ সঃ,মহঃ আবু তৈয়ব সমষ্টি উন্নয়ন আধিকারিক), নদকুমার ব্লক প্রমুখ। উক্ত বাবলপুর বন্যা ত্রাণ শিবির দ্বারোদঘাটন এর আগে মন্ত্রী শহীদদের ফোটোতে মালা দিয়ে শ্রদ্ধাঙ্গাপন করেন। এই ত্রাণ শিবির দ্বারোদঘাটন করার জন্য এলাকাবাসী খুব খুশি এবং মন্ত্রী শুভেন্দু অধিকারীকে তারা অসংখ্য ধন্যবাদ জানান।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: