নিউব্যারাকপুর থেকে ‘বনলতা’ সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ করলেন কবি কৃষ্ণা বসু
HnExpress অলোক আচার্য, নিউ ব্যারাকপুর : শারদীয়া উৎসবের প্রাক্কালে নিউ ব্যারাকপুর থেকে আত্মপ্রকাশ করল ‘বনলতা’ সাহিত্য ও সংস্কৃতি পত্রিকা। রবিবার বিকেলে সাহিত্য পত্রিকার আবরণ উন্মোচন করলেন কবি কৃষ্ণা বসু। কবি কৃষ্ণা বসু বললেন, “আমি এই সাহিত্যের আনন্দমুখর অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। আমি আপ্লুত ও অভিভূত। বইয়ের কোনও বিকল্প হয় না। আমরা সংস্কৃতি বিভাজিত নই, এক নজরুল, এক রবীন্দ্রনাথ, এক সৈয়দ সামসুল হক, এক সুনীল গঙ্গোপাধ্যায় সংস্কৃতিভাবে সংযুক্ত। রবীন্দ্রনাথ বাঙালি সংস্কৃতিরর বিশ্ব সন্তান। রবীন্দ্রনাথ গ্রন্থ সংস্কৃতিকে ভালোবাসতে শিখিয়েছেন। এই সাহিত্যের প্রীতি অনুষ্ঠানে তাঁকে স্মরণ না করলে হবে না। বিশ্বজনীন প্রতিভা তাঁর শিল্প-সংস্কৃতিতে। বিভিন্ন জেলা থেকে অসংখ্য কবি-লেখকেরা উপস্থিত হয়েছেন ‘বনলতা’র বার্ষিক কবি সম্মেলনে। তিনি কবিদের উদ্দেশ্যে বলেন, “কবিতা হলো শ্রেষ্ঠ ও শীর্ষ শিল্প।”
পত্রিকার সম্পাদিকা বনানী চক্রবর্তী বলেন, “মন ফুলের মতো পবিত্র ও সুন্দর। সেই মন ফুলের বনে নানা ভাবনার লতা যখন এঁকেবেঁকে এগিয়ে চলে নতুন সৃষ্টির দিকে ঠিক তখনই জন্ম নেয় ‘বনলতা’ প্রতিটি সাহিত্য প্রেমী মানুষের অন্তরে অন্তরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা সাহিত্যের বিরাট সাম্রাজ্য। শারদীয়া উৎসবের প্রাক্কালে আত্মপ্রকাশ হলো ‘বনলতা’ সাহিত্য পত্রিকার প্রথম প্রকাশ। পত্রিকায় বিভিন্ন নামীদামী কবি-লেখকেরা লিখেছেন প্রবন্ধ, গল্প, কবিতা,অণুকবিতা, ছড়া ও ভ্রমণ কাহিনী। কবি কৃষ্ণা বসু সাহিত্য পত্রিকার উদ্বোধন করে সকলকে পাশে থাকতে বললেন এবং নিজে সব সময় পাশে থাকবেন বলে আশ্বস্ত করলেন।
মঞ্চে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী, কবি কালীদাস ভদ্র, সঙ্গীতাচার্য তিমিরবরণ চক্রবর্তী, ডঃ সুনীতি বিশ্বাস, হরিদাস বালা, প্রাবন্ধিক রামেশ্বর বন্দ্যোপাধ্যায়, কবি পরাণ মাঝি, পরিমল পাল, বি.কে.স্বপন, পরিমল রায় প্রমুখ। কবি কৃষ্ণা বসু এদিন বনানী চক্রবর্তী সম্পাদিত “প্রথম আলো” নামাঙ্কিত কবিতা সংকলনও উদ্বোধন করেন। উপস্থিত কবি-লেখকেরা স্বরচিত কবিতা পাঠ করেন। শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মালা পাল। কবি বি.কে.স্বপনের ‘হাতের মুঠোয় জীবন’ কবিতাটি উচ্চ প্রশংসিত হয়। উপস্থিত সকল কবি ও লেখকদের শংসাপত্র ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী স্বপন বিশ্বাস, স্নেহলতা রায়, অমিয় সেন, অমর সিং রায়, মণিমালা মল্লিক প্রমুখ।
কবি বিভুতি ভূষণ বিশ্বাসের “শ্রীবিভূতি” সংখ্যা প্রকাশ করেন কবি কৃষ্ণা বসু। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠভাবে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সঞ্জিত কুমার দুবে এবং ভারতী পাল।