মুর্শিদাবাদের গদায়পুরে বজ্রাঘাতে মৃত্য ২ ব্যাক্তি
HnExpress জিয়াউল হক, রঘুনাথগঞ্জ ঃ আবারও বজ্রাঘাতে মৃত্যু হল দুই ব্যাক্তির। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অর্ন্তগত গদায়পুর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। গতকাল দুপুরে অবিশ্রান্ত বৃষ্টি চলাকালিন ৫ জন কৃষক জমির কাজ শেষ করে বাড়ী ফিরলছিলেন। ঠিক সেই সময় বজ্রাঘাতে হয় ২ জন ব্যাক্তি নিহত হন ও আহত হয় আরও ২ জন। নিহতদের নাম মিঠুন মন্ডল ও অশোক মন্ডল।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
তাদের প্রথমে আহিরনের স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকেই মৃৃত্য বলে ঘোষনা করেন।এদিন এই বজ্রাঘাতের দুর্ঘটনায় এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়। আর ২ জন কৃষকের এই অকাল মৃত্যকে ঘিরে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।