বছরের শুরুতেই অশনি সংকেত পরিবেশবিদদের
HnExpress ওয়েবডেক্স নিউজ, কলকাতা ঃ শুক্রবার দূষণের মাপকাঠিতে দিল্লিকে ফের ছাপিয়ে গেল কলকাতা। উত্তর কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে তিলোত্তমার দূষণ পরিমাপের কাজ হয়ে থাকে। এই দুই কেন্দ্র থেকেই শুক্রবার যে তথ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে গিয়ে পৌঁছেছে তা চিন্তা বাড়িয়েছে যথেষ্ট।
রবীন্দ্রভারতীতে বসানো যন্ত্র বলছে দুপুর ১টা নাগাদ দূষণের মাত্রা ছিল ৪৩৩ একক, আর ওই একই সময় ভিক্টোরিয়ার দূষণ মাত্রা ছিল ৩৮২ একক। এর আগে নভেম্বরে ও ডিসেম্বর মাসে বেশ কয়েকবার এমন হয়েছে যেখানে কলকাতা ছিল সবচেয়ে দূষিত মেট্রো শহরগুলির মধ্যে এক নম্বরে। দূষণের জন্য বেড়েছে ফুসফুস ও হার্টের রোগ, সঙ্গে ডেকে আনছে ফুসফুসের ক্যানসার, হাঁপানি, ব্রঙ্কাইটিস, সিওপিডির মতো অভিশাপ।
যাঁরা বক্ষরোগে ভুগছেন তাঁদের শ্বাসকষ্ট গত দু’মাসে অনেকটাই বেড়ে গিয়েছে বলে সুত্রের খবর। নতুন করে হাঁপানি, ব্রঙ্কাইটিস ধরা পড়েছে বহু মানুষেরই। রোগ এখন ঘরে ঘরে, আর রোগীর সংখ্যা গত তিন মাসে দ্বিগুণ বেড়ে গিয়েছে। সম্পূর্ণ সুস্থ মানুষও বক্ষরোগে আক্রান্ত হচ্ছেন। শিশু-বৃদ্ধদের হাল সবচেয়ে খারাপ।