বইমেলা ৭ পর্ব

HnExpress সম্রাট গুপ্ত, ৩ ফেব্রুয়ারি, কলকাতা : পুলিশ সম্পর্কে বাংলায় বেশ কিছু স্মরণীয় বই অতীতে প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সাংবাদিক অশোক সেনগুপ্তর লেখা ‘পাঁচ দশকে কলকাতার সেরা ক্রাইম’। এককালে লাগাতার বেষ্ট সেলার তালিকায় থাকা ‘দীপ প্রকাশন’-এর ওই বই দুটি সংস্করণের পর আর প্রকাশিত হয়নি। ‘সত্যযুগ’ প্রকাশ করেছিল মৌসুমী সেনগুপ্তর লেখা কলকাতা পুলিশের উদ্ভব ও বিবর্তনের ওপর লেখা একটি বই। প্রয়াত দুঁদে গোয়েন্দা রুণু গুহনিয়োগীর তিন খন্ডে ‘কালো আমি সাদা আমি’ প্রচন্ড সাড়া জাগিয়েছিল পাঠকমহলে। প্রাক্তন এক পুলিশকর্তা দেবকুমার গঙ্গোপাধ্যায় তাঁর অভিজ্ঞতার নির্যাস পাঠকদের কাছে রেখেছেন তাঁর একাধিক বইয়ের মাধ্যমে। প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদার, প্রাক্তন আইজি চয়ন মূখোপাধ্যায়— এঁরা উপহার দিয়েছেন আত্মকথন।

এবার বইমেলায় প্রকাশিত হয়েছে ‘পুলিশকাকু’। দেব সাহিত্য কুটির প্রকাশিত এই বইয়ের লেখক অরিন্দম আচার্য। নবীন বয়সে কাজ করতেন রিজার্ভ ব্যাঙ্কে। রোমাঞ্চকর কাজ করার আশায় যোগ দেন পুলিশে। দক্ষিণ ২৪ পরগণায় যখন দায়িত্বে ছিলেন, তাঁর বেশ কিছু রোমাঞ্চকর কাজ এসেছিল সংবাদপত্রের পাতায়। পরবর্তীকালে জড়িয়ে পড়েন সমাজসেবামূলক এবং সাংস্কৃতিক কাজের সঙ্গে। ‘পুলিশকাকু’-র সম্পাদনা করেছেন লেখক অবন বসু।

এবারের মেলায় পরম প্রাপ্তি সুপ্রতীম সরকারের। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার সুদর্শন এই আইপিএস অফিসার পুলিশ হওয়ার আগে ছিলেন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক। ফেসবুকে যাঁরা কলকাতা পুলিশের সাইট নিয়মিত পড়েন তাঁরা সকলেই সুপ্রতীমবাবুর লেখার প্রসাদগুন সম্পর্কে অবগত।

মূলত ওই লেখাগুলির সঙ্কলন নিয়েই প্রকাশিত হয়েছিল ‘গোয়েন্দাপীঠ লালবাজার-১’। ৩১ জানুয়ারি মুখ্যমন্ত্রীর হাতে আনুষ্ঠানিক প্রকাশ ঘটে ‘গোয়েন্দাপীঠ লালবাজার-২’ এবং তার ইংরেজি অনুবাদ,’ The Detective Diaries’। লেখক তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, “বাংলাটির প্রকাশক ‘আনন্দ’, ইংরেজিটির ‘রূপা’। সংশ্লিষ্ট প্রকাশনার স্টল ছাড়াও পাওয়া যাবে কলকাতা পুলিশের স্টলে ( ছয় নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে )। অনলাইনে পাওয়া যাচ্ছে, আমাজন অ্যাপের মাধ্যমে।“

Leave a Reply

%d bloggers like this: