ফের হালিশহরকে গর্বিত করল সৃজা

HnExpress দেবাশিস রায়, হালিশহর : ফের হালিশহরকে গর্বের আসনে প্রতিষ্ঠা করল সৃজা লাহিড়ী। কলকাতার নেহরু চিলরেন্ড মিউজিয়াম থেকে রবীন্দ্রগানে ফের স্কলারশিপ ছিনিয়ে নিয়ে এসেছে সে।

প্রসঙ্গত, ২০১৫ সালে ক-বিভাগে রবীন্দ্রগানে ১৯তম যুগল শ্রীমল এক্সসেলেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিল সৃজা। ফের এবছর খ-বিভাগে প্রথম হয়ে ২২তম যুগল শ্রীমল এক্সসেলেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে সে। এবাবদ বাৎসরিক ১৮০০ টাকা স্কলারশিপ পাবে সৃজা।

নিজস্ব চিত্র।

সে ছাড়া আর যারা এই স্কলারশিপ পাচ্ছে তারা হল সম্পৃতা চ্যাটার্জি, প্রিয়ম বিশ্বাস, সোহিনী মল্লিক, শুভস্মিতা রায় ও সূচনা বিশ্বাস। আগামী সোমবার, ৮ অক্টোবর নেহরু চিলরেন্ড মিউজিয়ামে কৃতীদের স্কলারশিপ তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এবছর শারদোৎসব উপলক্ষে সৃজার একটি রবীন্দ্রগানের সিডিও বের হচ্ছে। নামকরণ করা হয়েছে রবীর কথায় রবীর সুর। খুব শীঘ্রই সেটি এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।

1 thought on “ফের হালিশহরকে গর্বিত করল সৃজা

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: