ফের সন্ত্রাস কাশ্মীরি উপত্যকায়, কুলগ্রামে পিডিপি নেতাকে লক্ষ্য করে চলল গুলি

0

HnExpress ভাস্কর বাগচি, ওয়েবডেক্স নিউজ ঃ ফের সন্ত্রাস কাশ্মীরের উপত্যকায়৷ রবিবার রাতে কুলগামে এক পিডিপি নেতাকে লক্ষ্য করে গুলি চালায় কিছু অজ্ঞাত পরিচয় এর দুষ্কৃতীরা৷ সোমবার সকালে অস্ত্রোপচারের পর তাঁর মৃ্ত্যু হয়৷ তাঁর ছেলে আহত হয়ে ভরতি ঐ হাসপাতালে৷ কুলগামের সৌরা এলাকায় রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ পিডিপি নেতা মহম্মদ ইসমাইল ভাটের জঙ্গলপোরার বাড়ির সামনেই লক্ষ্য করে গুলি চালায় জনাকয়েক দুষ্কৃতী৷ তাঁকে উদ্ধার করে চটজলদি ভরতি করা হয় স্থানীয় একটি হাসপাতালে৷ সেখান থেকে আধুনিক সুযোগসুবিধা সম্পন্ন শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে তাঁকে স্থানান্তরিত করা হয়৷

আজ সকালে চিকিৎসকরা অস্ত্রোপচার করে তাঁর শরীর থেকে গুলি বের করেন৷ কিন্তু তবুও শেষরক্ষা হয়নি৷ অস্ত্রোপচারের পরই মৃত্যু হয় বছর পঁয়ষট্টির ওই নেতার৷ পুলিশ সূত্রে খবর, জামাল সাম্প্রতিক নির্বাচনের একটি বুথে পিডিপি-র এজেন্ট ছিলেন৷ কে বা কারা তাঁকে এভাবে খুন করল, তার তদন্ত ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে৷ বিভিন্ন তথ্যপ্রমাণ, নমুনা সংগ্রহ করছেন তদন্তকারীরা৷ তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি৷ যদিও হামলার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য বাদ দিয়ে জঙ্গি গোষ্ঠীকেই দায়ী করছে পরিবার৷ হামলার কায়দা দেখে তাঁদের এমনটাই মনে হয়েছে বলে জানান৷ অন্যদিকে, ইসমাইল ভাট রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হয়েছেন বলেই জোরাল সওয়াল করছে পিডিপি নেতৃত্ব৷

Leave a Reply

%d bloggers like this: