December 10, 2024

ফের মাঠে নামলেন বিধায়ক শুভ্রাংশু

0
Img 20181014 Wa0006.jpg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, বীজপুর : ১৩ অক্টোবর মহাচতুর্থীর দিনেই বিভিন্ন পুজো মণ্ডপের দ্বারোদঘাটনের মাধ্যমে মাঠে নামলেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। যদিও সব পুজোর দ্বারোদঘাটনের সঙ্গী ছিলেন বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দীনেশ ত্রিবেদী। উপস্থিত ছিলেন হালিশহর পুরসভার প্রধান অংশুমান রায়, কাঁচরাপাড়া পুরসভার প্রধান সুদামা রায়, উপপুরপ্রধান মাখন সিনহা, বাগমোড় ব্যবসায়ী সমিতির সম্পাদক বাবলু বোস।

পুজোমণ্ডপ গুলি হল : হালিশহর বলাকা শিশুমহল,সরকার বাজার, স্থানীয় সংঘ, নবোদয় সংঘ, বাগমোড় হ্যালেঞ্চা, কুমোরপাড়া দিশারী, মিলননগর ইয়ুথ অ্যাসোসিয়েশন, নবাঙ্কুর, বিশ্বনাথ স্মৃতি সংঘ, ১৬-র পল্লি। এছাড়াও উপস্থিত ছিলেন হালিশহর পুরসভার কাউন্সিলর বর্না তালুকদার, বাসুদেব সাহা, জীবনকৃষ্ণ আচার্য্য, কল্যাণী বিশ্বাস, কাঁচরাপাড়া পুরসভার কাউন্সিলর রাজা রায় প্রমুখেরা।

এছাড়াও হাজির ছিলেন দীপন দত্ত, শুভঙ্কর ঘোষ-সহ একাধিক বিশিষ্ট মানুষেরা। উদ্বোধনের দিন থেকেই মণ্ডপগুলিত দর্শকের ঢল ছিল চোখে পড়ার মত।

ছবি : অরিজিত ব্যানার্জী।

Advertisements

Leave a Reply