ফের উদ্ধার বোমা, চলছে রেল অবরোধ কাঁকিনাড়ায়
HnExpress জয় গুহ ঃ শিয়ালদা-রানাঘাট মেইন শাখার কাঁকিনাড়া স্টেশনের কাছে চলছে রেল অবরোধ। আজ সকাল সাড়ে ন’টা নাগাদ শুরু হয় এই অবরোধ। এর জেরে চরম দুর্ভোগে পড়েছেন নিত্য যাত্রীরা। উল্লেখ্য, কাল রাতেও এলাকা থেকে প্রচুর বোমা উদ্ধার করা হয়েছে। লোকসভা ভোটের আগের থেকেই উত্তপ্ত কাঁকিনাড়া, ভাটপাড়া এলাকা। দফায় দফায় সংঘর্ষ এর জেরে রক্ত ঝরেছে এলাকায়।
এলাকায় শান্তি ফেরানোর দাবিতেই এই দিন অবরোধ করা হয়েছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। লাইনের উপর সিমেন্টের স্লিপার ফেলে শুরু হয় রেল অবরোধ। এর জেরে আপ ও ডাউন লাইনের প্রায় সমস্ত ট্রেন চলাচল বন্ধ। প্রত্যেকটি স্টেশনেই আটকে রয়েছে একাধিক ট্রেন। রেল অবরোধের জেরে ভোগান্তিতে পরে সাধারণ মানুষ।