ফের অবৈধ মদ বন্ধের অভিযানে ভাতার পুলিশ ও আবগারি দপ্তর

0

HnExpress রাহুল রায়, পূর্ব বর্ধমান : শুক্রবার দিন ভাতার পুলিশ ও আবগারি দপ্তর যৌথ উদ্যোগে ফের অবৈধ মদ বন্ধের অভিযান চালালো ভাতারের বনপাশ গ্রাম পঞ্চায়েতের চাঁদায় গ্রামে। পুলিশ গোপন সূত্রে খবর পায় চাঁদায় গ্রামে অবৈধভাবে মদ তৈরি হচ্ছে। আজ দুপুর দুটোর সময় ভাতার পুলিশ ও আবগারি দপ্তর এর যৌথ উদ্যোগে অভিযান চালানো হয় চাঁদায় গ্রামে। গ্রামে গিয়ে পুলিশ প্রায় সাড়ে ৭০০ লিটার মদ নষ্ট করেন। পাশাপাশি মদের বহু সামগ্রী কে নষ্ট করে পুলিশ।

গ্রামে পুলিশ ঢোকার খবর পাওয়া মাত্রই অবৈধ মদ ব্যবসায়ীরা গ্রাম থেকে পালিয়ে যায়। তাই কাউকে এরেস্ট করতে পারেনি পুলিশ। এ ধরনের অভিযান ভাতারের বিভিন্ন জায়গায় চলবে বলে জানিয়েছেন ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পুলক মন্ডল। আবগারি দপ্তর আধিকারিক অলক কুমার মোদী জানান ওই এলাকা থেকে বারবার অভিযোগ আসছিল তাই ভাতার থানা এবং আমাদের যৌথ উদ্যোগে আমরা অভিযান চালিয়েছি এই অভিযান চালিয়ে আমরা সফল হয়েছি। আগামীতে এরকম অভিযান চলবে সমস্ত জায়গায়।

Leave a Reply

%d bloggers like this: